নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২১
ঢাকা ওয়াসাকে অস্থিতিশীল করে নগরবাসীকে পানিতে কষ্ট দিয়ে সরকারেরর ভাবমূর্তি নষ্ট করতে সরকারবিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে। তারা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে।
গতকাল রোববার ঢাকা ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যালয়ে ‘চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সভায় শ্রমিক নেতারা এসব কথা বলেন। এ সময় সভায় ঢাকা ওয়াসার বিভিন্ন রাজস্ব জোনের জাতীয়তাবাদী নেতারা চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
তারা বলেন, যারা ওয়াসার ভালো চায় না। তারা ওয়াসার কর্মী থেকে শুরু করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও অপ্রচার চালাচ্ছে। তারা চায় ওয়াসাকে পঙ্গু করে দিতে। যাতে করে নগরবাসী পানিতে কষ্ট পায়। এই সুযোগে যাতে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াতে পারে।
বক্তরা বলেন, আনোয়ার হোসেন খান লাবু এবং আনিসুজ্জামান খান শাহীন নামে দুই সাবেক ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন নেতার ছত্রছায়ায় এসব হচ্ছে। অথচ শাহীন দুর্নীতির দায়ে চাকরি হারান। তার ব্যাপারে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যাচার আর দুর্নীতির কথা ওয়াসার সবার মুখে মুখে। এর পরও তারা ক্ষান্ত হচ্ছে না। ভারতে তাদের পালিয়ে যাওয়া নেত্রীর কথা মতো দেশকে অস্থিতিশীল করতে ব্যস্ত রয়েছে। তাদের থামাতে হবে। নয় তো ষড়যন্ত্র চলতেই থাকবে। প্রয়োজনে আইনিভাবে তাদের মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান বলেন, আমরা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়েছি। এখানে বদলি, পদোন্নতিসহ বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হতো। ওয়াসার সব জায়গায় তাকসিমের সহযোগীরা এখনো রয়ে গেছে। শ্রমিকদের পদোন্নতি, বদলি, পদায়ন এবং আওয়ামী লীগের দালালরা যেখানে বসে আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। সেই পুরনো চক্র আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। তারা চায় ঢাকা ওয়াসা ফেল করুক। আর ওয়াসা ফেল করলে রাজধানীর পানি ব্যবস্থাপনা ভেঙে পড়বে। এমনটা করতে পারলে তারা ৫ আগস্টের অর্জনকে শেষ করে দিতে পারবে। সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা