০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মাফরুহী সম্পাদক বোরহান

-

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল রোববার ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ফোরামে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সম্পাদক অধ্যাপক ড. বোরহান উদ্দিন বলেন, ‘গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো সংস্কার সাধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কাজ করবে।’

 


আরো সংবাদ



premium cement