ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ নির্বাচনে ইসলামী দলের সমর্থন
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১৬
বাংলাদেশ ইসলামী দলের আমির ড. আব্দুল্লাহ আল নাসেরসহ দলের দেশবরেণ্য শতাধিক আলেম ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে চরমোনাই পীর যে বক্তব্য দিয়েছে তা সমর্থন করেছেন। ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, ইসলামের স্বার্থে এবং দেশের মানুষের সার্বিক মুক্তির স্বার্থে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ জরুরি। ড. আব্দুল্লাহ আল নাসের বলেন কেবল ইসলাম তথা আল্লাহ প্রদত্ত বিধানই মানবতার মুক্তির একমাত্র পথ। তিনি বলেন, ফ্যাসিবাদের বিষদাঁত ভেঙে ফেলতে অন্তর্বর্তী সরকারকে সময় ও সমর্থন দেয়া দরকার। ফ্যাসিস্ট, খুনি হাসিনা সরকার ও তার দোসররা ওঁৎ পেতে আছে কিভাবে এ সরকারকে ব্যর্থ করা যায়। সময় এসেছে সকল ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার। সমর্থনদানকারী মাওলানা আব্দুল মালেক আল সাইদী, হাফেজ মাওলানা আবু দাউদ ফয়সাল, মাওলানা মো: আজাহারুল ইসলাম, মাওলানা মো: খলিলুর রহমান, মাওলানা মো: হাছানুর রহমান, হাফেজ মো: মতিন, মাওলানা মো: রায়হান সরকার রঞ্জু, মাওলানা মো: মজনুর রহমান, মাওলানা ইসহাক আলী, মাওলানা মো: আলী আহমেদ, মাওলানা মো: আব্দুল গনি, মাওলানা আবু বকর সিদ্দীক, মাওলানা মুফতি মো: নুর মোহাম্মদ, মাওলানা মো: এমদাদুল হক, মাওলানা মো: মনসুর আলী, হাফেজ মো: ফেরদৌস, মাওলানা মো: হাফিজুল ইসলাম, মাওলানা মো: হাবুল ইসলাম, মাওলানা মোশফিকুর রহমান হেলালী, মাওলানা মো: ওয়াহিদুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মো: মাজেদুল ইসলাম, মাওলানা মুফতী মো: এমদাদুল্লাহ আনসারী, মাওলানা মো: ইউসুফ আলী, মাওলানা মো: আব্দুর রউফ, মৌলানা মো: ইউসুফ আলী পীর, হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মো: হাবিবুল ইসলাম, হাফেজ মাওলানা মো: এনামুল হক, মাওলানা মো: আরিফ ইসলাম, মো: শরিফুল ইসলাম, মাওলানা মো: সাকিব হাসান, হাফেজ মাওলানা মো: আলী, মাওলানা মো: আজহারুল ইসলাম, মাওলানা মো: সোলায়মান গনী, মাওলানা মো: জসিম উদ্দীন, হাফেজ মাওলানা মো: মিজানুর রহমান, হাফেজ মাওলানা মো: জাহিনুর ইসলাম, মাওলানা হাফেজ মো: আব্দুস শুকুর, হাফেজ মাওলানা মো: দেলোয়ার, হাফেজ মাওলানা মো: গোলাম কিবরিয়া, মাওলানা মো: গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা মো: আল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা