চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটির সভাপতি সাইফুদ্দিন সেক্রেটারি ইদ্রিস মিয়া
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১৬
চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত নাসিরাবাদ হাউজিং সোসাইটি কল্যাণ পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪-২৫ সালের জন্য মোহাম্মদ সাইফুদ্দিন সভাপতি ও আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া বিপুল ভোটে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মালেক, সেক্রেটারি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ মোহাম্মদ মামুন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি আনোয়ার হোসাইন চৌধুরী, মোহাম্মদ আলমগীর পারভেজ, কাজী মোহাম্মদ রেজাউল কাদের, সহ-সম্পাদক পদে রেজাউল হক ছিদ্দিকী, সদস্য পদে হাজি মোহাম্মদ জসিম উদ্দিন হেলালী, কাজী মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহী উমরান শাহীন ও এ এম এম শফিউল আলম চৌধুরী। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চট্টগ্রাম শহর সমাজসেবা অফিসার মো: আশরাফ উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: ইমতিয়াজ উদ্দিন সাগর ও সোসাইটির আজীবন সদস্য আলহাজ মো: নিজাম উদ্দিন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা