জমে উঠেছে সেঞ্চিুরিয়ান টেস্ট
- ক্রীড়া ডেস্ক
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জমে উঠেছে সেঞ্চিুরিয়ান টেস্ট। জয়ের জন্য পাকিস্তানের দরকার সাত উইকেট। আর দক্ষিণ আফ্রিকার ১২১ রান। এই লক্ষ্য নিয়েই আজ চতুর্থ দিনে মাঠে নামবে দুই দল। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩০১ রানে শেষ হওয়ার পর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তোলে ২৩৭ রান। মার্কো জনসেন তাণ্ডবে এলোমেলো হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ৫২ রানে ছয় উইকেট নেন তিনি। রাবাদার শিকার দু’টি। পাকিস্তানের সৌদ শাকিল ৮৪ এবং বাবর আজম ৫০ রান করেন। প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল ২১১ রানের। দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আব্বাসের বোলিং তোপে পড়ে ১৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অপর উইকেট নেন খুররম সাজ্জাদ। প্রোটিয়াদের এইডেন মার্করাম ২২ এবং তেম্বা বাভুমা ০ রানে অপরাজিত আছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা