২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গণ-অভ্যুত্থানের ফসল শ্রমিকদের ঘরে উঠেনি : সাইফুল হক

-

গণ-অভ্যুত্থানে ছাত্রদের পর সবচেয়ে আহত-নিহত হয়েছে শ্রমিক, মেহনতি সাধারণ মানুষ। কিন্তু পাঁচ মাস হতে চলল গণ-অভ্যুত্থানের ফসল শ্রমিকদের ঘরে উঠেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল বিকেলে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে ভোটের অধিকার সহশ্রমিকদের সব গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পরে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অথচ গণ-অভ্যুত্থানে ছাত্র-যুবকদের পর সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের গার্মেন্ট শ্রমিক, সাধারণ শ্রমজীবী, নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষ। সেই মানুষের দৈনন্দিন জীবেন যে সঙ্কট সেই সঙ্কট এখনো পর্যন্ত সমাধান হয়নি।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার ১৫ বছর জ্বালিয়ে-পুড়িয়ে খেয়েছে আর এখন বিগত পাঁচ মাসেও দ্রব্যের মূল্য কমেনি। শ্রমিকরা এক কেজি গোশত কিনে খেতে পারেন না, মাছ কিনে খেতে পারেন না। যে বেতন পান তা দিয়ে মাত্র ১৫-২০ দিন খেতে পারেন তারা। তাই শ্রমিকদের মজুরি ন্যূনতম ২৫ হাজার টাকা করতে হবে। সেই সাথে শ্রম কমিশনের পাশাপাশি শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনেরও জোর দাবি জানান তিনি।

 

 


আরো সংবাদ



premium cement