নড়িয়ায় ক্লাবের নামে প্রাচীর ভেঙে বাড়ি দখলের অভিযোগ
- শরীয়তপুর প্রতিনিধি
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৩
নড়িয়ায় চাঁদা না দেয়ায় বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ক্লাবের নামে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী একটি মহল জোর করে চারতলা ভবনের একটি অংশ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চক্রটি এখানেই থেমে থাকেনি। তারা ‘শাপলা একতা যুব সংঘ ও রক্তদাতা ক্লাব’ নামে একটি ক্লাবের জন্য জায়গা না দিলে বাড়ির মালিককে জীবন নাশেরও হুমকি দিচ্ছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও আইনিসহায়তা চেয়ে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী আমান উল্লাহ বলেন, ‘ব্যবসায়িক কারণে আমরা ঢাকায় থাকি। ২০২৩ সালে পৌরসভার অনুমতি ও সব প্রকার বিল্ডিং কোড মেনে আমাদের নিজস্ব জমিতে চার তলা ভবন নির্মাণ কাজ শুরু করি। এ সময় ক্লাবের লোকজন এবং ক্লাব সভাপতি মান্নান সরদার আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। অথবা আমাদের ব্যক্তি মালিকানাধীন জমি হতে দোকান লিখে দিতে হবে বলে দাবি জানায়। টাকা না দিলে তারা নির্মাণকাজ করতে দিবে না বলেও হুমকি দেন। ওই সময় আমার বাবাকে জিম্মি করে জোরপূর্বক একটি চুক্তিপত্রও করে রাখেন তারা। এখন আবার মান্নান সরদার ও আলমগীর সরদারের নেতৃত্বে আমাদের ভবনের সীমানা প্রাচীর ভেঙে ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয় কোনো প্রতিবাদ করতে না পেরে আইনের আশ্রয় নিয়েছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা