২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্ট্রাইকার সঙ্কটে ঢাকা আবাহনী

-

এমনিতেই বিদেশী নেই ঢাকা আবাহনীতে। এতে দুর্বল হয়ে গেছে দল। এই অবস্থার মধ্যে লিগে হেরেছে মোহামেডানের কাছে। অবশ্য পরে বসুন্ধরা কিংসকে হারিয়ে এখন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে। বিদেশী ফুটবলার না থাকায় স্থানীয় সুমন রেজা, জাফর ইকবাল, শাহরিয়ার ইমন, এনামুল গাজীরা টানছিলেন দলকে। বিশেষ করে স্ট্রাইকার সুমন রেজা তিন গোল করে দলের জয়ে ভূমিকা রাখছিলেন। এখন ফরোয়ার্ড লাইনে অন্যতম এই ভসরাও সুমন রেজাও ইনজুরিতে। বসুন্ধরা কিংসের সাথে জয়ের ম্যাচে হাঁটুতে চোট পান বিমানবাহিনীতে চাকরি করা টাঙ্গাইলের এই ফুটবলার। ফলে আজ বাংলাদেশ পুলিশের বিপক্ষে কুমিল্লার মাঠে খেলা তো হচ্ছেই না তার। সে সাথে আরো কিছু দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।
সুমন রেজার এই চোট আকাশী নীল শিবিরের জন্য বড় দুঃসংবাদ। কারণ বিকল্প অন্য দুই স্ট্রাইকারও আনফিট। স্ট্রাইকার আমিনুর রহমান সজীব এবং সারোয়ার জামান নিপু অনেক দিন ধরেই ইনজুরির সাথে লড়ছেন। অবশ্য সজীবকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। ‘ সজীব প্র্যাকটিস শুরু করেছে। যে কোনো দিনই মাঠে নামতে পারে।’ তবে নিপুর ম্যাচে ফিরতে আরো সময় লাগবে বলে জানান তিনি। এই তিন স্ট্রাইকারের অসুস্থতায় জাফর ইকবাল, এনামুল গাজী এবং আকাশরাই শেষ ভরসা। এদের যে কেউ আজ পুলিশের বিপক্ষে মাঠে নামবে।

 

 


আরো সংবাদ



premium cement