জন্মবার্ষিকী আজ : লায়ন নজরুল ইসলামের
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৬
নাজ গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, টাঙ্গাইল সদর উপজেলাা মগড়া ইউনিয়নের ভায়েটা গ্রামে অবস্থিত লায়ন নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা এবং টাঙ্গাইল জেলা সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি লায়ন মো: নজরুল ইসলামের ৭১তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৫৩ সালের এ দিনে টাঙ্গাইল জেলার ভায়েটা গ্রামে জন্মগ্রহণ এবং ২০১৭ সালের ১১ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন। তিনি শিক্ষা বিস্তারে ও শিক্ষার উন্নয়নে স্মরণীয় অবদান রেখে গেছেন। তিনি ঢাকার মুগদাপাড়ায় লায়ন নজরুল ইসলাম শিক্ষালয় প্রতিষ্ঠাতা এবং তার নামে টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজে লায়ন নজরুল ইসলাম মহিলা হোস্টেল রয়েছে। এ ছাড়া তিনি ভায়েটা গ্রামে আব্দুল কদ্দুস দাখিল মাদরাসা ও ছোট বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে স্মরণীয় অবদান রেখেছেন। তিনি কর্মজীবনে জনশক্তি রফতানিকারক, একজন সফল উদ্যোক্তা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ঢাকার লায়ন্স ক্লাবে ও বায়রায় নেতৃত্ব দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নকালে সমগ্র বাংলাদেশ বাইসাইকেলে ভ্রমণ করেন, নাজ ট্রাভেলস স্বর্ণপদক ৯৪ প্রদান এবং লায়ন নজরুল ইসলাম মহাবিদ্যালয় শিক্ষা স্বর্ণপদক ’৯৬ প্রদান করেন লায়ন মো: নজরুল ইসলাম। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশালের অন্যতম দাতা সদস্য। জন্মবার্ষিকী উপলক্ষে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার ও তার পরিবারের পক্ষ থেকে এবং নাজ অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ, শুভানুধ্যায়ী, টাঙ্গাইল জেলা সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন । বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা