২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন

নিম্ন আদালত থেকে ৭০ শতাংশ নিয়োগ দাবির প্রতিবাদ সুপ্রিম কোর্ট বার সভাপতি

-

উচ্চ আদালতে বিচারক নিয়োগে জেলা আদালত থেকে কমপক্ষে ৭০ শতাংশ নিয়োগের বিধান প্রণয়নের দাবি এবং নিয়োগ কমিশনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, আইনজীবী কিংবা কোনো পেশাজীবী সংগঠনের নেতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতির কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তাদের এই বক্তব্য সরাসরি সংবিধানের লঙ্ঘন ও সংবিধানের প্রতি আস্থাহীনতা। আর সংবিধানের প্রতি আস্থাহীনতা থাকলে একজন প্রজাতন্ত্রের কর্মকর্তার পরিণতি কি হওয়া উচিত। তারা বিচারক, তাদের বক্তব্যে মনে হয় যে তারা বার্গেনিং করছে। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কোনো ট্রেড ইউনিয়ন নয়। বিচারকদের কাছ থেকে এ রকম বক্তব্য দেশবাসী আশা করে না।
তিনি বলেন, আমরা সব সময় বলে আসছি উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন প্রণয়ন করতে হবে। আমরা চাই সুপ্রিম কোর্টের বিচারক হবেন মেধা সম্পন্ন ও ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৎ। তিনি বলেন, নিম্ন আদালতের অনেক বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু আজ পর্যন্ত সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি বলেন, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন সিদ্ধান্ত প্রধান বিচারপতির। তিনি সুপারিশ করেন। এখানে তার এই বক্তব্য আমি মনে করি প্রধান বিচারপতির প্রতি অনাস্থ জ্ঞাপন করেছে। সুপ্রিম কোর্টের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। আমি মনে করি তার (অ্যাসোসিয়েশনের মহাসচিব) এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। অন্যথায় আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এবং স্বাধীন বিচার বিভাগ ও বার প্রতিষ্ঠার অন্যাতম সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বক্তব্য ধৃষ্টতাপূর্ণ, সংবিধানবিরোধী এবং আইনের শাসন পরিপন্থী। তিনি বলেন, হাইকোর্টের বিচারপতির পদ একটি সাংবিধানিক পদ। এটা কোনোভাবে চাকরি নয়। কাজেই নিম্ন আদালতের চাকরিরত কর্মকর্তাদের এই ধরনের দাবি করার কোনো এখতিয়ার নেই। আমি প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানাব বিষয়টি আমলে নিয়ে এই অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশনে বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইনজীবী সদস্য অন্তর্ভুক্তিকরণ প্রস্তাবের প্রতিবাদ জানায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, বিচার বিভাগ সংস্কার কমিশন একটি অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে আইন ও বিচার বিভাগে প্রেরণ করেছে, যা জেলা আদালতের বিচারকদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। জেলা আদালতের বিচারকদের আশঙ্কা, এই প্রস্তাবের ফলে পূর্বের মতো তারা উচ্চ আদালতে নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের শিকার হবেন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে জেলা আদালতের বিচারকদের প্রতি বৈষম্য রোধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জেলা আদালত থেকে কমপক্ষে ৭০ শতাংশ বিচারক নিয়োগের জন্য সুস্পষ্ট বিধান প্রণয়নের দাবি জানাচ্ছে। পাশাপাশি, বিচারক নিয়োগে বয়স ও অভিজ্ঞতার ক্ষেত্রে উপযুক্ত নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছে। এতে আরো বলা হয়, বিচারক নিয়োগ কমিশনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, আইনজীবী কিংবা কোনো পেশাজীবী সংগঠনের নেতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু স্বার্থের সংঘাতই সৃষ্টি করবে না বরং নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়াবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন একটি নিরপেক্ষ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা প্রহণের জোর দাবি জানাচ্ছে।


আরো সংবাদ



premium cement
ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত ইয়েমেনের হাউছি ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির নিন্দা জাতিসঙ্ঘ মহাসচিবের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাকায় স্বাগত জানাবে লাখো জনতা গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে-মুচড়ে আহত ৫

সকল