ডেমরায় ব্যাটারিচালিত অটোর ধাক্কায় নিহত ১
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪
রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতে শ্যালক মোহাম্মদ শান্ত জানান, আমার দুলাভাই স্ট্রোক করে অসুস্থ হওয়ায় বেশির ভাগ সময় তিনি বাসায় থাকেন। গতকাল সকালে বাসা থেকে বেরিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে গেলে বেপরোয়া গতির ব্যাটারিচালিত একটি অটোরিকশা দুলাভাইকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে নিহত শফিকুল লালমনিরহাট সদর জেলার চিনিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। শফিকুল এক ছেলে ও দুই মেয়ের জনক। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা