ফেনীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
- ফেনী অফিস
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪
বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডার বহির্ভূত করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সবধরনের কোটা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষকগণ। বৃহস্পতিবার সকালে ফেনী সরকারি কলেজের গেইটে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে মানববন্ধনে ফেনী সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফজলে এলাহী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আফতাব উদ্দিন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফেনী কলেজ ইউনিটের সম্পাদক জহির উদ্দিনসহ ফেনী জেলার সরকারি কলেজসমূহের শিক্ষকগণ অংশ নেন।
জহির উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র-পুনর্গঠন প্রক্রিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার সাধনের অভূতপূর্ব উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত রাখার কথা বলা হচ্ছে তাতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাঝে উদ্বেগ রয়েছে। এটা রাষ্ট্র অচল করার ষড়যন্ত্রেরই অংশ। সংস্কারের নামে এ ধরনের আত্মঘাতী পরিকল্পনা থেকে দ্রুত সরে আসার জন্য সংশ্লিষ্ট কমিশনের প্রতি দাবি জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা