জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশী নিহত
- সিলেট ব্যুরো
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩
সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়ে এক বাংলাদেশী যুবককে খুন করেছে। নিহত যুবকের নাম মারুফ আহমদ (২০)। তিনি জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহান উদ্দিনের ছেলে।
এই হত্যাকাণ্ড নিয়ে পতাকা বৈঠকে বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বাংলাদেশী সুপারিবাগানে দিনমজুর হিসেবে কাজ করতে গেলে ভারতীয় কয়েকজন খাসিয়া তাদের সাথে বাগি¦তণ্ডায় জড়ায়। এক পর্যায়ে খাসিয়াদের গুলিতে গুরুতর জখম হন মারুফ আহমদ। গুলিবিদ্ধ অবস্থায় অন্য বাংলাদেশী যুবকেরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় মারুফ আহমদকে বিকেল ৩টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা