এনএসইউ আইন বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ ‘দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট : বিল্ডিং অ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক একটি সেমিনারে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন সম্পর্কে ধারণা প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর ভূমিকা সম্পর্কে তাদের সম্পৃক্ত করা।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসির মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো: রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ড. ইসতিয়াক আহমেদ। এ ছাড়াও আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।
অধ্যাপক ড. মো: রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা