কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত গ্রেফতার
- কুষ্টিয়া প্রতিনিধি
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩
কুষ্টিয়ায় বিএনপির কর্মী সুজন মালিথা হত্যা মামলার প্রধান আসামি জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খুলনার খালিশপুরের বাসিন্দা তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে উপ-পুলিশ কমিশনার (সংযুক্ত) হিসেবে কর্মরত ছিলেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ছিলেন। আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ২০১৯ সালে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুজন মালিথা নিহত হন। সে ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা