আত্মাহুতির হুমকি মধুমতি মডেল টাউনের প্লট মালিকদের
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩
বসতভিটা রক্ষা করতে না পারলে পরিবার নিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছেন রাজধানীর উপকণ্ঠে মধুমতি মডেল টাউনের সাড়ে ৩ হাজার প্লট মালিক। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, মধুমতি মডেল টাউন হাউজিং সোসাইটি।
লিখিত বক্তব্যে প্লট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন আহম্মদ বলেন, ২০০১ সালে রাজধানীর উপকণ্ঠ সাভারে মেট্রোমেকার্স নামে একটি আবাসন প্রতিষ্ঠান মধুমতি মডেল টাউন নামে একটি প্রকল্প তৈরি করে মিডিয়ায় বিজ্ঞাপন দেয়। আমরা প্রকল্পের অবস্থান, নথিপত্র যাচাই করে নাল জমি হিসেবে সেখানে প্লট ক্রয় করি। জমির সিএস, আরএস, এসএ খতিয়ানে দেখা গেছে যে, জমির প্রকৃতি হলো-নাল, জলাশয় নয়। এমনি পরিস্থিতি বিবেচনা করে আমরা নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা মাথা গোঁজার ঠাই হিসেবে মধুমতিতে জমি ক্রয় করি। যথারীতি সরকারের সাব রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি করে দেন। এসিল্যান্ড জমি খারিজ করেন ও ভূমি অফিস ভূমি উন্নয়ন কর গ্রহণ করেন। ডেভেলপার কোম্পানি রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করেন ও পল্লী বিদ্যুৎ-বিদ্যুৎ লাইন স্থাপন করেন। বর্তমানে প্রতি মাসে ১৮ থেকে ২০ লাখ টাকা বিদ্যুৎ বিল আদায় করেন। এ অবস্থায় হঠাৎ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) প্রকল্পটিকে বন্যাপ্রবাহ এলাকা উল্লেখ করে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা