শাজাহান খানের ভাগ্নে মোকসেদ খান অস্ত্র গুলিসহ গ্রেফতার
- ঢাকা জেলা প্রতিনিধি
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩
সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাগ্নে ও যাত্রাবাড়ী থানায় লুট ও হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মোকসেদ খানকে অস্ত্র ও গুলিসহ জনতা আটক করে পুলিশে দিয়েছে। গত বুধবার রাতে বংশাল থানার নয়াবাজার এলাকায় অস্ত্র প্রদর্শন করে মোকসেদ খানের নেতৃত্বে চাঁদা আদায়ের সময় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে বংশাল থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তবে তার সাথে থাকা পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৫ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক দশটায় বাদামতলীর কথিত ফল ব্যবসায়ী মোকসেদ তার দলবল নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় (নাম প্রকাশে ইচ্ছুক নন) জনৈক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হানা দেয় । এ ঘটনা এলাকার ব্যবসায়ীরা দেখে দলবদ্ধ হয়ে সন্ত্রাসীদের ঘিরে ফেলে। এ সময় মোকসেদ খানসহ তার সাথে থাকা পাঁচ-ছয়জন সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করে সফল হলেও মোকসেদ খান পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে। পরে এলাকাবাসী বংশাল থানায় ফোন করলে পুলিশ অস্ত্র ও গুলিসহ মোকসেদ খানকে আটক করে থানায় নিয়ে যায়।
যাত্রাবাড়ী থানার মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোকসেদ খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের ভাগ্নে। তার পিতার নাম আজমত আলী খান। সে মাদারীপুর জেলার রাজৈর থানার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা এবং ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তার বর্তমান ঠিকানা হচ্ছে; পুরান ঢাকার ১৫/১ ঈশ্বরচন্দ্র ঘোষ স্ট্রিট হাজী সেলিমের মদিনা টাওয়ারের তিনতলায় ।
তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় অস্ত্র লুট ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঢাকার মিরপুর থানায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালিয়ে হত্যা-চেষ্টার মামলা রয়েছে। বংশাল থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা