শ্রমিকনেতা আবু সুফিয়ানের বাবার জানাজা ও দাফন সম্পন্ন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০২
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আবু সুফিয়ানের বাবা মরহুম সুলতান আহমদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজা গতকাল বাদ জোহর লোহাগাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের পুরাতন বিওসি মদীনাতুন নূর মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ছেলে মুহাম্মদ আবু সুফিয়ান। সুলতান আহমদ (৭২) বুধবার রাতে লোহাগাড়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
জানাজা-পূর্বে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। তিনি মরহুমের জীবনের ভুলত্রুটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য কায়মনো বাক্যে দোয়া করেন। একই সাথে সমবেত জনতা পরকালের প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণের শোক
মরহুম সুলতানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। এক যৌথ শোকবার্তায় নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন। একই সাথে মরহুমের স্বজনদের শোক কাটিয়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করার জন্য দোয়া করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা