ড. ফারুক হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০১
আজ ২৭ ডিসেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফারুক হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এদিনে ৪৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যশোর ক্যান্টনমেন্ট কলেজে কিছুকাল শিক্ষকতার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে প্রফেসর পদে উন্নীত হন। তিনি ছিলেন শিক্ষার্থীবান্ধব তুমুল জনপ্রিয় শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রীর রোল মডেল ছিলেন তিনি। তার পাঠদান পদ্ধতি ও মোটিভেশনাল বক্তব্য সবাইকে আলোড়িত ও জীবন গঠনে সাহায্য করত। কর্মজীবনে তার বেশ কয়েকটি মৌলিক লেখা দেশে-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে। ড. ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজগ্রাম দোগাছিয়া আহসান নগর মাদরাসা অডিটরিয়ামে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া খতমে কুরআন ও মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা