২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

-

ফুটপাথের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর কয়েকটি এলাকার ফুটপাথ সরেজমিন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী উপস্থিত ছিলেন।
গতকাল রাতে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁওয়ের ফার্মগেট ও ইন্দিরা রোডের ফুটপাথ পরিদর্শন করেন তারা।
গতকাল সকালে পরিদর্শনকালে তারা ফুটপাথের ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং কিভাবে পথচারীর স্বার্থ বজায় রেখে সমন্বিত প্রচেষ্টায় ফুটপাথে শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাথে দোকান বসিয়ে চাঁদা আদায় করে আসছিল পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাকর্মীরা। ফুটপাথে দোকান বসানোর ফলে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অবৈধভাবে দোকানপাট বসানোর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিনের দাবির পরও ফুটপাথ থেকে দোকান উচ্ছেদে ব্যর্থ হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী, আইজিপি ও ডিএমপি কমিশনার সরেজমিন পরিদর্শন করেন।


আরো সংবাদ



premium cement