২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন

-

নিখোঁজের চার দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ হাসানকে (২৪) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ২০২১/২০২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের জহিরুল হক হলের শিক্ষার্থী। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি রিকশায় বিশ্ববিদ্যালয়ে তার আবাসিক হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন। পরে তিনি অসুস্থবোধ করলে সহপাঠীরা রাত পৌনে ১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।

সহপাঠী আহসান হাবীব ইমরোজ জানান, গত ২০ ডিসেম্বর সার্জেন্ট জহুরুল হক হল থেকে নিখোঁজ হয় খালেদ। গত মঙ্গলবার রাতে রিকশায় হঠাৎ হলে ফিরে আসেন। এসেই সে অসুস্থ হয়ে পড়লে নীলক্ষেত থানার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হয়।
তিনি আরো জানান, গত চার দিন সে কোথায় বা কার সাথে ছিল তা এখনো জানা যায়নি। সে আপাতত চুপচাপ রয়েছে। কারো সাথে কোনো কথা বলছে না। সুস্থ হলে বিষয়টা সম্পূর্ণ জানা যাবে।

নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ এসআই মো: আল আমিন জানান, ঢাবির শিক্ষার্থী সহসমন্বয়ক খালেদ হাসান নিখোঁজের পরপরই একটি সাধারণ ডায়েরি হয়েছিল। রাতে তিনি একাই রিকশায় ঢাবির হলে ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্যান্য শিক্ষার্থীর সহযোগিতায় আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। তিনি আরো জানান, বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের-২-এর ১০৪ নম্বর ক্যাবিনে ভর্তি রয়েছে। মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।


আরো সংবাদ



premium cement