২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

-

রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতকে নিয়ে যাওয়া পথচারী মো: গোলাম রব্বানী জানান, উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন। আমরা তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। লাশ মর্গে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement