২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লামায় সাবেক আইজিপি বেনজীরের বাগানবাড়িতে আগুন

-

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখল করা বাগানবাড়িতে অগ্নিকাণ্ডে ১৭ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতঘর ভস্মীভূত হয়েছে। ক্ষমতার দাপটে একসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয়দের জায়গা দখল করে বেনজীর আহমেদ বাগানবাড়ি গড়ে তোলেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায় সেখানে পুনরায় বসবাস শুরু করে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। গতকাল সকালে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) রূপায়ণ দেব।

স্থানীয়রা জানান, উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া টঙ্গঝিরিতে পুলিশের সাবেক আইজিপি পলাতক বেনজীর আহমেদ স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় মানুষের জায়গা দখল করে একটি বাগানবাড়ি গড়ে তোলেন, যা এলাকায় এসপি’র বাগান নামে পরিচিত। বেনজীর আহমেদ পলাতক হওয়া ও ৫ আগস্ট-পরবর্র্তী সময়ে বেনজীর আহমেদের সেই জায়গায় বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (ত্রিপুরা) পরিবার গিয়ে বসবাস শুরু করে। ওই জায়গার দখল ও কর্তৃত্ব নিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ বিষয়ে গত ১৯ নভেম্বর জনৈক গঙ্গামনি ত্রিপুরা লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ক্ষতিগ্রস্ত গঙ্গামনি ত্রিপুরা জানিয়েছেন, বড় দিন উপলক্ষে মঙ্গলবার আমরা গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলাম। গভীর রাতে পাড়ায় এসে অগ্নিকাণ্ড দেখি। কাছাকাছি পানির সুব্যবস্থা না থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে এবং ১৭টি ঘর পুড়ে যায়। তিনি বলেন, পুলিশের এসপি নাম দিয়ে আমাদের এ জায়গা একসময় দখল করে নেয়া হয়েছিল। এখন আমরা আবার আমাদের জায়গায় ফিরে এসেছি। কী পরিমাণ ক্ষতি হয়েছে, এখনই বলতে পারছি না। ধারণা করছি আমাদের বিরোধী পক্ষ এ ঘটনার জন্য দায়ী। লামা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) রূপায়ণ দেব ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যশস্য ও শীতবস্ত্র বিতরণ করেন।
লামা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনামুল হক অগ্নিকাণ্ডে ১৭টি জুমঘর পুড়ে যাওয়ার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement