দেশপ্রেমিক নাগরিক গড়তে মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে : ড. শামছুল আলম
- চট্টগ্রাম ব্যুরো
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামছুল আলম বলেছেন, বাংলাদেশে যদি কোনো ইসলামিক পরিবর্তন আসে সেটা আসবে চট্টগ্রাম থেকে। ছাত্রদেরকে শুধু কুরআনের হাফেজ বানিয়ে ছেড়ে দিলে হবে না, তাদেরকে কুরআনের আলেম বানানোর দায়িত্ব নিতে হবে। দেশকে সমৃদ্ধ করতে হলে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আমাদের ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাষ্ট্রজীবনকে কুরআনের আলোকে সাজাতে হবে। নিজেদের জীবনকে কুরআনময় করতে হবে।
তিনি গতকাল চট্টগ্রামের তাকওয়া মডেল মাদরাসার হিফজ শেষ করা শিক্ষার্থীদের পাগড়ি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে ১১৫ জন শিক্ষার্থীকে পাগড়ি দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দেশের প্রবীণ মুহাদ্দিস ও ইসলামিক স্কলার মুফতি কাজী ইবরাহীম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম কোর্ট হিল জামে মসজিদের খতিব শাঈখ নাসিরুদ্দীন খাঁকি, চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান।
চকবাজারস্থ কিশলয় কনভেনশন হলে তাকওয়া এসোসিয়েটসের চেয়ারম্যান প্রফেসর ড. শাফী উদ্দিন মাদানীর সভাপতিত্বে হাফেজ আব্দুল আজিজ শোয়াইব ও গোলাম মোস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন তাকওয়া মডেল মাদরাসার মাশক বিভাগের শিক্ষক কারি সাদ মাশরুফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তাকওয়া এসোসিয়েটসের সেক্রেটারি মো: মোরশেদুল ইসলাম চৌধুরী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা