সরকারি স্কুলে লটারিভিত্তিক ভর্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
- চট্টগ্রাম ব্যুরো
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সরকারি স্কুলে লটারিভিত্তিক ভর্তি প্রক্রিয়া বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তির দাবি জানিয়েছে ‘সংস্কার মঞ্চ, চট্টগ্রাম’ নামে একটি সংগঠন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই এ লটারি ব্যবস্থা অবিলম্বে বাতিল করা হোক। এ লটারি ব্যবস্থার নাম-চিহ্ন যেন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বিরাজমান না থাকে। শিক্ষা জাতির মেরুদণ্ড। লটারির মাধ্যমে সেই মেরুদণ্ডকে কতটুকু মূল্যায়ন করছেন। আমাদের এই মেরুদণ্ড কি সুন্দর ও আদর্শ জাতি গড়তে ভূমিকা রাখবে? উত্তর হচ্ছে- না। তাই আমরা চাই, এ লটারি ব্যবস্থার বিলুপ্তি ঘটুক।
মানববন্ধনে কলেজিয়েট ’১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ মুস্তাফিজ শামীম বলেন, ‘আমরা কখনো চাই না স্কুলে মেধাকে অবমূল্যায়ন করে লটারি বা জুয়ার মতো বাজে জিনিসকে জায়গা দেয়া হোক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা