শ্রমিকদের সম্মান দিতে পারলে দেশের চেহারা বদলে যাবে : অধ্যাপক মজিবুর রহমান
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, শ্রমিকদের সম্মান দিতে পারলে দেশের চেহারা বদলে যাবে। শ্রমিকরা সমাজ সভ্যতার প্রতীক।
তিনি বলেন, ’৭১ সালে মানুষ তিনটি জিনিসের স্বাধীনতা চেয়েছিল। তাহলো কথা বলার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা ও ভাতের নিশ্চয়তা। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার ও খুনি হাসিনা মানুষের মৌলিক সে তিনটি অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের অধিকার কেড়ে নেয়ায় মানুষ রাস্তায় নেমেছিল। তখন তারা হাজার হাজার মানুষকে গুম, খুন ও হত্যা করেছে। শেষে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে, সে স্বৈরাচার আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। এখন বাংলাদেশে শান্তি ফেরাতে হলে আল্লার আইন চালু করতে হবে। একমাত্র আল্লার আইন মেনে চললেই দেশে শান্তি ফিরে আসবে।
গতকাল বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শহরের লিল্লাহ মসজিদ মাঠে শ্রমিক গণজমায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা