২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩ জানুয়ারি বাংলাদেশে আসছেন মসজিদুল আকসার ইমাম

-

ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী বাংলাদেশে আসছেন। আগামী ৩ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা-সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কমিটি পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁওয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় আল্লামা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জীকে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পরে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এছাড়া আরেক সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে নির্বাহী সভাপতি মনোনীত করা হয়। মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আগের মতোই মহাসচিবের দায়িত্বে রয়েছেন।
সংগঠনের সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকীর (পীর সাহেব ছারছিনা) সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মঈনুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি আল আমিন ফয়জী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
হামাসের ২ কি.মি. দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী ও জনদুশমন : রফিকুল ইসলাম খান ফরিদপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবি নোয়াখালীতে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু ২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’

সকল