ইমামদেরকে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হতে হবে : রাবি ভিসি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেছেন, ইমামদেরকে আমলে-আখলাকে নীতিবান ও জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হতে হবে। সমাজ পরিবর্তনের জন্য ইমামরা মসজিদকেন্দ্রিক নানামুখী কর্মসূচি আয়োজন করতে পারেন। মুসল্লিদের দ্বীনি শিক্ষাদানের পাশাপাশি আর্থসমাজিক উন্নয়নের বাস্তব কর্মসূচি প্রণয়ন করতে হবে।
গতকাল বাংলাদেশ মসজিদ মিশনের রাজশাহী মহানগরী ও জেলার ইমাম খতিবদের নিয়ে লিডারশিপ প্রশিক্ষণ এবং দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগরী মসজিদ মিশনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, জেনারেল সেক্রেটারি ড. মুফতি খলিলুর রহমান মাদানী, রাজশাহী বিভাগীয় প্রধান হাফিজুর রহমান, প্রফেসর ডক্টর আব্দুল হান্নান, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. সেতাউর রহমান, জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল খালেক প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া।
মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ যাইনুল আবেদীন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মুক্ত স্বাধীন দেশটাকে সাজাতে হলে ইমাম খতিবদেরকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। মৌলিক ইবাদতের ব্যাপারে ইমামদেরকে বিশেষ বিশেষ বয়ান দিতে হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা