২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোলায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা

-

ভোলা শহরে তাবলিগ জামাতের জোবায়ের-সমর্থিত ওলামা মাশায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সা’দ-বিরোধী সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় স্বেচ্ছাসেবীদের হামলার শিকার হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকা প্রেরণ করা হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে ভোলা শহরের সদর রোডস্থ বরিশাল দালানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাবলিগ জামাতের ঢাকার টঙ্গীতে হত্যাকাণ্ডের ঘটনায় সা’দ গ্রুপকে নিষিদ্ধ করা ও হত্যার বিচার দাবিতে সকাল থেকে ভোলার সদর রোড অবরুদ্ধ করে সমাবেশ করছিল ভোলার জোবায়ের-সমর্থক ওলামা মাশায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় চকবাজারের মাথায় বরিশাল দালানের সামনে ফুটপাতে কতিপয় মহিলা পথচারী আটকা পড়লে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ সমাবেশের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের মহিলা পথচারীদের পথ ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু স্বেচ্ছাসেবীরা পথচারীদের পথ ছাড়তে রাজি না হয়ে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি শুরু করে। এ সময় রিয়াজ নামের এক স্বেচ্ছাসেবী পাশে থেকে এসে হঠাৎ ওই সাংবাদিকের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে, পাশে থাকা অপর সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মাথায় গুরুতর জখম হওয়ায় চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন আহমেদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় ভোলার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, একজন পেশাদার সাংবাদিক নিউজ কাভার করতে গিয়ে যে হামলার শিকার হয়েছেন তা খুবই দুঃখজনক। ইউনুছ শরীফ একজন পেশাদার ও পরিশ্রমী সাংবাদিক। তার মতো পেশাদার সাংবাদিকের ওপর হামলা এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদেরকে যদি অতিদ্রুত গ্রেফতার করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।


আরো সংবাদ



premium cement
২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’ গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু! কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চোরকে নাগালে পেয়েও না ধরার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সকল