২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অর্থ উপদেষ্টার সাথে ডিএসই ও ডিবিএর প্রতিনিধিদের সাক্ষাৎ

-

পুঁজিবাজার মানুষের আস্থা ফেরানোর জন্য চারটি সুপারিশ করেছে ডিএসই ও ডিবিএ। এ চার সুপারিশ হলো- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরণ এবং করনীতিতে কিছু পরিবর্তন। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ’র) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিএসই এবং ডিবিএর আট সদস্যের প্রতিনিধিদল অর্থ উপদেষ্টার সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করে এ সুপারিশ তুলে ধরেন।
প্রতিনিধিদল এ সময় পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন। এ ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরণ এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়।


আরো সংবাদ



premium cement