আমাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে : অধ্যাপক ফজলুল করীম
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫
আমাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন আদর্শ শিক্ষক ফেডারেশেনর জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কুমুমবাগ বাড়ির মালিক কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শীতের মৌসুমে উত্তরবঙ্গের জেলাগুলোসহ অন্যান্য জেলায় প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় দরিদ্র, সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষসহ সব মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাই শীতার্ত আমাদের যে যার সাধ্য অনুযায়ী অসহায় মানুষকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা দেয়ার জন্য বিত্তবান সব শ্রেণী ও পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি। অধ্যাপক এ বি এম ফজলুল করিম আরো বলেন, দেশের যেকোনো সমস্যায় শিক্ষক ও ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। তাই দেশের বিপদে আপদে শিক্ষক ও ছাত্র সমাজের প্রত্যেকে অবদান রাখতে হবে। শীতার্ত অঞ্চলে সরকারের পাশাপাশি সামাজের ধনী ব্যক্তি, শিক্ষক সমাজ ও সর্বস্তরের মানুষকে মানবিক কারণে শীতার্ত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা