হাজীদের সেবা করতে পেরে আমরা গর্বিত
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:১৪
সৌদি আরবের এম মিলেনিয়াম হজ সার্ভিসেস কোম্পানির পরিচালক আদনান মোহাম্মদ তাহের সাফিরুদ্দিন বলেছেন, আল্লাহর ঘরের মেহমান হাজীদের সেবা করতে পেরে আমরা গর্বিত। আর বাংলাদেশী হাজীদের আমি আমার পরিবারের সদস্য মনে করি। তারা যেমন সেবা পেলে খুশি হবেন, যে খাবারে তারা অভ্যস্ত; সেভাবেই ব্যবস্থা করা হবে। বিশেষ করে মিনার তাঁবু ও আরাফাতের ময়দানে তাদের খাবার ও যাতায়াতের বাস পেতে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে দিকে বিশেষ নজর থাকবে। এ জন্য অতিরিক্ত লোকবলও নিয়োগ করা হবে। এক কথায়, হাজীদের স্বাচ্ছন্দ্য ও আরামের প্রতি খেয়াল রেখে যাবতীয় সেবা দেয়া হবে।
পল্টনে ফারস হোটেলে সোমবার রাতে হজ এজেন্সির মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত হজ এজেন্সির মালিকরা হজের আনুষ্ঠানিকতা পালনের পাঁচ দিন মক্কা থেকে মিনা, আরাফাত ও মুজদালিফায় গমন, চলাচলের সময় বাস সার্ভিস এবং খাবার নিয়ে নানা দাবি জানালে তিনি বলেন, কিছু বিষয়ে তার করণীয় আছে, সেগুলো তিনি পূরণ করবেন। আর কিছু বিষয় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে কাজ করবেন।
হাজী মোহাম্মদ ফুরকানের সভাপতিত্বে ও মাওলানা তাজুল ইসলাম আশরাফী এবং মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় শতাধিক হজ এজেন্সির মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সৌদি আইকন কোম্পানির সামি জামিল আবদুস সালাম আবদুল্লাহ ও ফয়সাল আহমেদ আল মায়মুনি। অনুষ্ঠানে আরবিতে স্বাগত বক্তব্য রাখেন দি সিটি ট্রাভেলসের ব্যবস্থাপনা অংশীদার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। বক্তব্যে তিনি বাংলাদেশী হাজীদের বয়সের প্রতি লক্ষ রেখে সেবা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র ভূমিতে হাজীদের সর্বোচ্চ মেহমানদারি নিশ্চিত করতে কাজ করি আমরা। যথাসময়ে যথাযথ বাসস্থান, নিরাপদ যাতায়াত, খাবার সংগ্রহ ও বিতরণ, হজের সার্বিক আমল সঠিক সময়ে সঠিক নিয়মে হচ্ছে কি না তা তদারকি করাসহ জামারাতে পাথর নিক্ষেপ ও মিনার তাঁবুগুলোর সঠিক ব্যবস্থাপনা সুনিশ্চিত করে থাকি। বিশেষ করে আরাফার দিন আরাফাতের ময়দানে আমাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে হাজীদের সেবা করতে হয়। এ অবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা হলে, তা অনেক কষ্টের কারণ হয়ে যায়। এ দিকে সৌদি কোম্পানি কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সভায় উন্নত হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আরো বক্তৃতা করেন- সেন্ট্রাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাওলানা মতিউর রহমান গাজীপুরী, রাজশাহী ট্রাভেলসের মুফতি মুস্তাফিজুর রহমান, গালফ এয়ার ট্রাভেলসের মাওলানা ফজলে এলাহি, বাংলাদেশ এয়ার ট্রাভেলসের মাওলানা জাহিদ আলম, মদিনা স্টার ট্যুর ট্রাভেলসের গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, কসমিক এয়ার সার্ভিসের নুরুল ইসলাম শাহিন, মক্কা মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাওলানা মাসুদুর রহমান, এসএস ইন্টারন্যাশনালের কামাল উদ্দিন দিলু, তায়্যেবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কাজী রাসেল আহমেদ, কেরামতিয়া এয়ার ট্রাভেলসের আলহাজ আব্দুল গাফফার প্রমুখ। সৌদি মেহমানদের উদ্দেশে মানপত্র পাঠ করেন মাওলানা রহমতে এলাহী আরমান।
অনুষ্ঠানে সৌদি হজ ম্যানেজমেন্ট সার্ভিস মিলেনিয়াম কোম্পানির কর্মকর্তা হাজী মোহাম্মদ ফুরকান বলেন, আমাদের কোম্পানি হাজীদের চোখের পানি দেখতে চায় না। আপনাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। অনুষ্ঠানে আদনান বিন মোহাম্মদ তাহের বিন আবদুল আজিজ সাফিরুদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।