২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্রদলের ১১ ইউনিটের আংশিক কমিটি ঘোষণা

-

ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১১ ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।
ইউনিটগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পূর্ব এবং ঢাকা মহানগর পশ্চিম শাখা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : ১৯ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন- মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব সামসুল আরেফিন। ১৮ জন যুগ্ম আহ্বায়ক হলেন- জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো: শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো: মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন ও শামিম মিয়া। এ ছাড়াও সাতজনকে সদস্য করা হয়েছে।
ঢাকা কলেজ : আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মো: মিল্লাত হোসেন। ১৯ জন যুগ্ম আহ্বায়ক শাহাবউদ্দিন ইমন, বোরহান উদ্দিন ইশরাক, মামুনুর রহমান মামুন, ইমরান হোসেন রাজ, মো: জামাল আহমেদ জেনিন, মেহেদী হাসান মাহী, রাশেদুল আমীন, রাকিবুল ইসলাম রাকিব, আশিকুর রহমান জুহিন, আনিসুর রহমান আনিস, মো: জিয়াউর রহমান খন্দকার, সোহরাব আহমেদ সজীব, মো: মাজহারুল ইসলাম (সুমন দরজী), গোলাম রাব্বানী, আবু সাঈদ রাকিব, মো: ইজাবুল মল্লিক, জুলহাস উদ্দিন জনি, হাসনাইন আহমেদ রাব্বি, মো: সোহাগ নিলয় প্রমুখ।
তিতুমীর কলেজ : ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২ জন সদস্য করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজ : ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসানকে সদস্যসচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য রয়েছে।
ঢাকা মহানগর উত্তর : ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি হয়েছেনÑ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।
মহানগর দক্ষিণ : ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের দশ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।
ঢাকা মহানগর পূর্ব : ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি হয়েছেন মো: সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো: আব্দুল হান্নান মজুমদার।
ঢাকা মহানগর পশ্চিম : ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি মোহাম্মদ রবিন খান ও সাধারণ সম্পাদক মো: আকরাম আহমেদ।
সরকারি বাঙলা কলেজ : আহ্বায়ক মো: মোখলেসুর রহমান ও সদস্যসচিব ফয়সাল রেজা।
তেজগাঁও কলেজ : ৩২ সদস্যবিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আহ্বায়ক হয়েছেন তরুণ মোর্শেদ ও সদস্যসচিব হয়েছে মো: সেলিম হোসেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট : ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দুই সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি মো: সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মো: হাফিজ উদ্দিন।

 


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে : পরিবেশ উপদেষ্টা জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার ভারত থেকে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে নারী-শিশুসহ আটক ১৬ ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী’ টাকা কম পেলেও রহমতগঞ্জে এসে ভালোই হয়েছে : জীবন মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে বিএসএফের ধরে নিয়ে যাওয়া ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে গাড়িকাণ্ড : তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিলো বিএনপি

সকল