২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ব্রিফিংয়ে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে বাজেট সংশোধন

-

সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কোনো জিনিসের মূল্য একবার বাড়লে সেটি কমানো কঠিন। তবে প্রচেষ্টা অব্যাহত আছে। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে বাজেটের সংশোধন করবে। এ ক্ষেত্রে রাজস্ব বাজেট কমানো খুব একটা সম্ভব হবে না। ফলে উন্নয়ন বাজেট কমিয়ে বাজেট সংশোধন করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
রাজধানীর আগারগাঁওস্থ পরিকল্পনা কমিশনে নিজের দফতরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সংশোধিত বাজেট সাধারণত মার্চ মাসে করা হয়। তবে আমরা আরও আগে এটা সংশোধন করতে চাই। এ জন্য কিছু প্রাক্কলন প্রয়োজন পড়বে। যেমন- জাতীয় রাজস্ব বোর্ড থেকে কতটা কর সংগ্রহ হচ্ছে, বৈদেশিক সাহায্য কতটা পাওয়া গেছে এর ওপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকার ঠিক করবো। তিনি বলেন, আমাদের ওপর সমন্বয়ের ভারটা এসে পড়েছে উন্নয়ন বাজেটের ওপর, অন্য জায়গাটা ঠিক রেখে। কারণ সামগ্রিক স্থিতিশীলতার জন্য এটা করতে হবে। বেশি ঘাটতি বাজেট করা যাবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি এখনও কমছে না। এটা কমিয়ে এনে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। তবে মূল্যস্ফীতি আর মূল্যস্তর কিন্তু এক কথা নয়। আলুর দাম অনেক বেশি। কিন্তু আলুর দাম যদি এখানেই থাকে, তাহলে কিন্তু আলুর ক্ষেত্রে মূল্যস্ফীতি শূন্য। এটা হয়তো অনেকে বুঝেন না।

 


আরো সংবাদ



premium cement