২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মতিঝিলের ইত্তেফাক মোড়ে আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেবা শুরু

-

আইসিডিডিআরবি’র বিশ্বমানের আরেকটি ডায়াগনস্টিক ল্যাবরেটরি গতকাল সোমবার মতিঝিলের ইত্তেফাক মোড়ে কার্যক্রম শুরু করেছে। ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণাঞ্চলে এই সেন্টারের মাধ্যমে আইসিডিডিআরবি আন্তর্জাতিক মানের সেবা প্রদান করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সারা বছরই আইসিডিডিআরবি’র সেবা চালু থাকবে।
আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের নতুন নমুনা কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা: মো: ফজলুল কবির, ড. মো: মুস্তাফিজুর রহমান।
নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি ইত্তেফাক মোড়সংলগ্ন ৩ আরকে মিশন রোডের লিলি পন্ড সেন্টারের চতুর্থ তলায়।
প্রয়োজনে ০১৭৩০০১২৮৭৯ নম্বরে যোগাযোগ করা যাবে । আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআরবি’র ঢাকা ও মতলব হাসপাতালে আগত আড়াই লাখের বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

 


আরো সংবাদ



premium cement