চট্টগ্রামে মুক্তিযোদ্ধার আত্মহত্যা
- চট্টগ্রাম ব্যুরো
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪০
চট্টগ্রামে ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ক্যান্সারের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে চিরকুটে লিখে গেছেন।
নগরের ডবলমুরিং থানার ওসি কাজী মো: রফিক আহমেদ বলেন, রোববার রাতে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ সরদারের দুই ছেলে এবং এক মেয়ে সন্তান আছে। তিনি ওই বাসায় তার এক ছেলের পরিবারের সাথে থাকতেন।
ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: বায়েজিদ মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা