শাহরিয়ার আলম ও সাঈদ খোকনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ও তার পরিবারের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (অবকাশকালীন) মো: ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রক্ষিতে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে আরো আছেন- শাহরিয়ারের স্ত্রী সিলভিয়া পারভীন, দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ার, সাঈদ খোকনের মা শাহানা হানিফ, জাভেদ আহমেদ ও ফারহানা সাঈদ।
তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত দলের প্রধান তিন উপপরিচালকের পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতে আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়, যাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অবৈধ উপায়ে ক্ষমতার অপব্যবহার করে, টেন্ডার কারসাজি করে এবং জনবল নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই, তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শাহরিয়ার আলম, তার স্ত্রী ও ছেলের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চায় ব্যাংকগুলোর কাছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা