শ্রম সংস্কার কমিশনের সাথে গার্মেন্টস শ্রমিক প্রতিনিধিদের মতবিনিময় আজ
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮
আজ সকাল ১০টা থেকে বিজয় নগরের শ্রমভবনে শ্রম সংস্কার কমিশন, আইবিসি (ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল) অর্ন্তভুক্ত গার্মেন্টস সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে। একই দিন বেলা ৩টায় গার্মেন্টস সংগঠনের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন গার্মেন্টস সংগঠনের শ্রমিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে অংশীজনদের মতামত ও সুপারিশ সংগ্রহ করবে কমিশন।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ (নির্বাহী পরিচালক, বিলস) সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন কমিশনের সদস্যরা ও দেশের বিভিন্ন গার্মেন্টস সংগঠনের শ্রমিক প্রতিনিধিগণ। শ্রম কমিশনের আরো সদস্যদের মধ্যে থাকবেন, আইনজীবী অ্যাডভোকেট একেএম নাসিম (সাবেক সভাপতি, লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন), ড. মাহফুজুল হক (সাবেক শ্রম সচিব), ড. জাকির হোসেন (অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়), তাসলিমা আখতার, সভাপ্রধান গার্মেন্ট শ্রমিক সংহতি ও আলোকচিত্রী এবং অন্যরা।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে গঠিত শ্রম সংস্কার কমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিক অধিকার ও কল্যাণ রক্ষার্থে অন্তর্বর্তীকালীন সরকার ১৭ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রম সংস্কার কমিশন গঠনের ঘোষণা আসে। কমিশন শ্রমিক কল্যাণে ও অধিকার নিশ্চিতে ধারাবহিকভাবে মতবিনিময় সভা করে মতামত ও সুপারিশ গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা