২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চট্টগ্রামে ফরহাদ মজহার

গণ-অভ্যুত্থানের মূল চেতনা ধারণ করে বন্দরকে দক্ষভাবে গড়ে তুলতে হবে

-

চট্টগ্রামে বন্দর নিয়ে এক মতবিনিময় বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, গণ-অভ্যুত্থানের মূল চেতনা ধারণ করে বন্দরকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। এটা করতে পারলে আন্তর্জাতিক বিনিয়োগ আসবে। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও রক্ষা করা জরুরি।
প্রবীণ এ রাষ্ট্র চিন্তক বলেন, ভারতের ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও নেপালের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও বন্দরের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে স্থিতিশীল ভূ-রাজনৈতিক অবস্থা তৈরি করা সম্ভব। বাইরের শত্রু তখন খুব সহজে আমাদেরকে দুর্বল করতে পারবে না।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘আনলকিং ফিউচার : স্ট্র্যাটেজিস ফর এ্যানহেন্সিং চিটাগং পোর্ট ক্যাপাসিটি’-শীর্ষক এ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বন্দর সুরক্ষা কমিটি নামের একটি সংগঠন এ আয়োজন করে।
চট্টগ্রাম বন্দরের সাবেক বোর্ড মেম্বার মো: জাফর আলম বলেন, মাতারবাড়ী বন্দর প্রকল্প যখন নেয়া হয়, তখন নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। মাতারবাড়ীর পরিবর্তে পায়রায় বন্দর নির্মাণে গুরুত্ব দেয়া হয় সে-সময়। অথচ পায়রায় রাবনাবাদ চ্যানেলে যেভাবে পলি জমে সেখানে বন্দর নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। এজন্য সঠিকভাবে সম্ভাব্যতা যাচাইও হয়নি। আবার ১০ বছর আগে বে-টার্মিনাল প্রকল্প নেয়া হলেও এখনো তা একই জায়গায় আছে। অন্তর্বর্তী সরকার এখন বে-টার্মিনাল প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে, এটা খুবই আশার কথা।
মতবিনিময় সভায় বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, ডেপুটি করজারভেটর ক্যাপ্টেন মো: ফরিদুল আলম, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন আহমেদ ফেরদৌস।


আরো সংবাদ



premium cement