২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

-

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছর বয়সী শেফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার আগে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরিশাল বিভাগে এ নিয়ে চলতি বছর মোট ৬০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ ব্যক্তি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মৃত শেফা বরিশালের মেহেন্দিগঞ্জের ভাসানচরের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪৭৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন।

 


আরো সংবাদ



premium cement