হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৫
অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ দিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে নির্দেশনা জানানো হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, মরহুমের রূহের মাগফিরাতের জন্য একই দিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আজ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পরিবারসূত্রে জানা গেছে। শুক্রবার বেলা ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা