২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রংপুরে তথ্য মেলায় ‘বঙ্গবন্ধুর ছবি ও শেখ হাসিনা’ বাণী সংবলিত লিফলেট

তীব্র প্রতিবাদ বৈষম্যবিরোধী আন্দোলনের
-

রংপুরে তথ্য মেলার চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তোলপাড় চলছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বাগি¦তণ্ডা হয় স্টল সংশ্লিষ্টদের। তারা জড়িতদের অপসারণের দাবি জানিয়েছেন। এদিকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি এবং জেলা মৎস্য কর্মকর্তাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন।
রোববার সন্ধ্যায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) দুই দিনের এই তথ্য মেলার আয়োজন করে। উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল। উদ্বোধনের পর মেলায় আগুন্তক ও শিক্ষার্থীরা পরিদর্শন করতে গিয়ে চারটি স্টলে দেখতে পান মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট রয়েছে। স্টলগুলো হলো- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা মৎস্য অফিস, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনার অফিসের স্টল।
সেখানে বিতরণ করা লিফলেটগুলোতে লেখা ছিল ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ,’ ‘বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে আগামীতেও মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা -মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পতিত সরকারের সময়কার মুজিববর্ষের লোগোও দেখা যায় লিফলেটে।’
এ ধরনের লিফলেট বিতরণ নিয়ে সেখানে প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা বলেন, ‘আপনারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। ফ্যাসিবাদের পক্ষে কাজ করছেন’। এ নিয়ে সেখানে কর্মকর্তাদের সাথে বিতণ্ড হয়। একপর্যায়ে এ নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার জানান, ৫ আগস্ট শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো সবখানে বিরাজমান। তারা নতুন করে শেখ হাসিনা তত্ত্ব¡কে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। পতিত হাসিনার ফ্যাসিস্ট কাঠামোগুলো জাগ্রত করতে চাইছে। আজকের সরকারি স্টলগুলো থেকে তথ্য মেলার নামে বঙ্গবন্ধুর মুজিববর্ষের ছবিসহ শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট বাণীর লিফলেট বিতরণ করা হয়েছে। এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। এরা কিভাবে এই সাহস পায়! সেটাও বুঝলাম না। এর মাধ্যমে ২৪ এর জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনার সরকারি দোসররা। অবিলম্বে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করতে হবে। তা না হলে আমরা আন্দোলন করে তাদের অপসারণ করতে বাধ্য করব।’


আরো সংবাদ



premium cement
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী চুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের অনুসন্ধান শুরু দুদকের রাস্তা অবরোধে দুর্ভোগে রোগীরা রাজধানীতে পুলিশে শৃঙ্খলা ফেরেনি, বেপরোয়া দুর্বৃত্তরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ হবে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা ভোট দিতে চায় : ফখরুল সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল চায় না বিএনপি আরাকান আর্মির সাথে সরকার আলোচনা করতে পারে না : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দের সভায় ডা: শফিক পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র ফাঁস

সকল