২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে কবি গোলাম মোস্তফার জন্মবার্ষিকী পালিত

-

‘বিশ্বনবী’ গ্রন্থের অমর রচয়িতা, ঔপন্যাসিক, গীতিকার, প্রাবন্ধিক, অনুবাদক শিশুসাহিত্যিকসহ বিচিত্র প্রতিভার অধিকারী কবি গোলাম মোস্তফার ১২৭তম জন্মবার্ষিকী বিভিন্ন আয়োজনে পালন করেছে বরিশালের শেকড় সাহিত্য সংসদ। গতকাল সন্ধ্যায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সেমিনার কক্ষে এ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যানুরাগি মো: জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন- কবি, গবেষক ও শিক্ষক বেগম ফয়জুন নাহার শেলী, শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ, সহসভাপতি কবি আল হাফিজ, বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের সমন্বয়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক কবি জামান মনির, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীন, বরিশাল সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো: আরিফুল ইসলাম, কলামিস্ট ও গবেষক মাহমুদ ইউসুফ প্রমুখ। মূল প্রবন্ধকার ছিলেন, গবেষক ও শিক্ষক কামরুন নাহার মোহনা।
আলোচকরা কবি গোলাম মোস্তফার বিচিত্র প্রতিভার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী সা:’ বাংলা সাহিত্যের এক অসামান্য রচনা। এর সমতুল্য ও সুন্দর রাসূলচরিত বাংলা সাহিত্যে আর রচিত হয়নি। তিনি লিখেছেন, কুরআনিক ঘটনার মহাকাব্য ‘বনি আদম’; যা অমিত্রাক্ষর ছন্দে রচিত। অনুবাদ সাহিত্যেও তার রয়েছে বিস্তীর্ণ সৃজনভূমি। অনুবাদকেও তিনি একান্ত আপনার করে ব্যক্ত করেছেন, মূল লেখার বিষয়কে না পাল্টিয়ে।
এর আগে কবির জন্মবার্ষিকী উপলক্ষে, গত ৩০ নভেম্বর সকালে বরিশাল সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবি গোলাম মোস্তফার কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দ্বিতীয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা দুই বিভাগে বিভক্ত হয়ে প্রায় অর্ধশত প্রতিযোগী এই আয়োজনে অংশগ্রহণ করে। আয়োজনটিরও অংশীজন ‘শেকড় সাহিত্য সংসদ, বরিশাল’।


আরো সংবাদ



premium cement