চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যপরিষদের নির্বাচন অনুষ্ঠিত
- চট্টগ্রাম ব্যুরো
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী পরিষদের নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন-মোহাম্মদ রেজাউল করিম আজাদ পরিষদ বিপুল ভোটে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সর্বোচ্চ ২৮১৯ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল করিম আজাদ।
নির্বাচনে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ২৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে আবদুল মান্নান রানা (২৭৯৪), ডা: মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ (২১৬২) এবং ডা: এ কে এম ফজলুল হক (২১১৩) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ সানাউল্লাহ পেয়েছেন ২৩৬৪ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাগির (২৫৩৬)। যুগ্ম কোষাধ্যক্ষ হয়েছেন লায়ন এস এম কুতুব উদ্দিন (২৩৬৩)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ডা: ফজল করিম বাবুল (২৬৩৮)।
১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন- মোরশেদ-আজাদ প্যানেলের মোহাম্মদ আবুল হাশেম, ডা: মোহাম্মদ আব্বাস উদ্দিন, ডা: মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, তারিকুল ইসলাম তানবির, ডা: মোহাম্মদ বেলায়েত হোসেন ঢালী, ডা: এ টি এম রেজাউল করিম, ডা: শাহনেওয়াজ সিরাজ, মোহাম্মদ সাইফুল আলম এবং ডা: মোহাম্মদ সারোয়ার আলম।
দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন ইউসুফ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী। এ ছাড়া সহসভাপতি পদে (দাতা) ডা: কামরুন নাহার দস্তগীর, যুগ্ম সম্পাদক (দাতা) মোহাম্মদ শহীদ উল্ল্যাহ ও জাহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা