২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে

-

শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার আইন হলেও অনেক অভিভাবক তা জানেন না। আবার অনেকেই বয়স কমিয়ে শিশুকে ভালো স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করতে সময়ের মধ্যে জন্ম নিবন্ধন করেননি। অনেকেই এক শিশুর একাধিক জন্ম নিবন্ধন করে থাকেন নানা সুযোগ সুবিধা নেয়ার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে বিব্রতকর অবস্থায় পড়ার আগেই এসব জালিয়াতি বন্ধ কার উচিৎ।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় নারী মৈত্রী বাংলাদেশের আয়োজনে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) সিস্টেম বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালা উদ্বোধন করেন জিএইচএআই’র কান্ট্রি লিড ড. রুহুল কুদ্দুস। সমাপনী বক্তব্য রাখেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি। এতে নারী মৈত্রীর প্রকল্প ব্যবস্থাপক সিফাত জাহান বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন নীতিমালা ও এর বাস্তবায়নের বাধাগুলো উপস্থাপন করেন। সিআরভিএস’র সমন্বয়ক মো: নজরুল ইসলাম ও মো: মঈন উদ্দিন জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিয়ে যাওয়ার নানা দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধন মাত্র ৫৬ শতাংশ। প্রতি দুই শিশুর একটি জন্ম নিবন্ধন হয়নি। অন্যদিকে বাংলাদেশে সময়মতো জন্ম নিবন্ধন স্বাস্থ্যখাতের সক্রিয় সহযোগিতা করা ছাড়া সম্ভব নয়। বর্তমানে হাসপাতালে ৬৭ শতাংশ শিশুর হাসপাতালে জন্ম হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষই শিশু জন্মের পর পরই জন্ম নিবন্ধনের প্রক্রিয়া সহজ করতে পারে।


আরো সংবাদ



premium cement