২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হারের বৃত্তেই ম্যানসিটি

-

হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না ম্যানচেস্টার সিটি। গতকাল ইংলিশ লিগে তাদের হারের লজ্জার মধ্যেই রেখেছে অ্যাস্টন ভিলা। ২-১ গোলের এই জয়ে লিগ টেবিলের পাঁচে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। তাদের পয়েন্ট ২৮। অন্য দিকে লিগে ৮ ম্যাচে ষষ্ঠ হারে ৬ নম্বরে আছে পেপ গার্দিওলার ম্যানসিটি। তাদের সংগ্রহ ২৭। হোম ম্যাচে ১৬ মিনিটে জন ডুরানের গোলে লিড অ্যাস্টন ভিলার। এরপর ৬৫ মিনিটে মরগান রজার্সের গোলে স্কোর ২-০। ইনজুরি টাইমে ফিল ফোডেন ম্যানসিটির পক্ষে ব্যবধানই কমিয়েছেন মাত্র। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দারুণ সেভে গোল পেতে দেননি ম্যানসিটিকে। এতে সব প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির। স্রেফ ইনজুরিই ভোগাচ্ছে দলটিকে।
এ ছাড়া নিউ ক্যাসেল ৪-০ গোলে ইপচউইচকে, নটিংহ্যাম ফরেস্ট ২-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারায়।


আরো সংবাদ



premium cement