২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রেকর্ডগড়া দিনে লিপজিগকে হারাল বায়ার্ন

-

জার্মান বুন্দেসলিগায় মেইঞ্জের মাঠে গত ১৪ ডিসেম্বর চলতি মৌসুমে প্রথম পরাজয়ের মুখ দেখে বায়ার্ন মিউনিখ। সেই হতাশা কাটিয়ে পরের ম্যাচে গোল উৎসব করে ঘুরে দাঁড়াল বাভারিয়ানরা। হ্যারি কেনের ফেরার ম্যাচে শক্তির বিচারে খুব একটা পিছিয়ে না থাকলেও আরবি লিপজিগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল লিগের রেকর্ড শিরোপাধারীরা। লিগ ইতিহাসে প্রথমবার ম্যাচ শুরুর দুই মিনিটে দুই গোল। প্রথমে জামাল মুসিয়ালার গোলে বাভারিয়ানদের এগিয়ে যাওয়ার পরের মিনিটে বেঞ্জামিন সেসকো সমতায় ফেরান লিপজিগকে। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। মুসিয়ালা ছাড়াও গোল করেছেন কনার্ড লাইমার, জোশুয়া কিমিচ, লেরয় সানে ও আলফোনসো ডেভিস।
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গত মাসে ঊরুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হ্যারি কেন। বায়ার্ন গোল উৎসব করলেও বুন্দেসলিগায় লিপজিগের বিপক্ষে ম্যাচে গত পরশু ফিরে দলকে হতাশ করেছেন ইংলিশ এই ফরোয়ার্ড।
আলিয়াঞ্জ এরিনায় ম্যাচ শুরুর ৩০ সেকেন্ড পার না হতেই লিপজিগের জালে বল পাঠান মুসিয়ালা। মাইকেল অলিসের ক্রসে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন জার্মান এই মিডফিল্ডার। পাল্টা জবাব দিতে দেরি হয়নি সফরকারীদের। ডান পাশ থেকে লুইস ওপেন্দার ক্রস থেকে গোল করে লিগ শুরুর দুই মিনিটে ইতিহাস তৈরি করেন সেসকো। ওই ইতিহাসের পর থেকে বাকি সময়টুকু আধিপত্য বিস্তার করে বায়ার্ন। ২৫ মিনিটে লিপজিগ থেকে আসা লাইমারের প্রথম গোলে ২-১-এ এগিয়ে যায় ভিনসেন্ট কোম্পানির দল। এরপর ৩৬ মিনিটে ৩-১ ব্যবধান করেন জোশুয়া কিমিচ। ৭৫ মিনিটে ৪-১ গোলে বায়ার্নকে এগিয়ে নেন লেরয় সানে। তিন মিনিট পর স্বাগতিকদের হয়ে হেডে শেষ গোল আদায় করে নেন ডেভিস।
এই জয়ে ১৫ ম্যাচ শেষে বায়ার্ন ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেভারকুজেন। চতুর্থ স্থানে থাকা লিপজিগের পয়েন্ট ২৭।
একই দিন স্প্যানিশ লা লিগায় ভ্যালাদোলিদের বিপক্ষে নিজেদের মাঠে ৩-০তে জয় পেয়েছে জিরোনা। এই জয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে দলটি। ১২ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনের নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভ্যালাদোলিদ।
এ দিকে ইতালিয়ান সিরি ‘আ’তে ভেরোনার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে এসি মিলান। এই জয়ে ১৬ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে সানসিরোর দলটি। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে সতেরতম স্থানে রয়েছে ভেরোনা।


আরো সংবাদ



premium cement