রাষ্ট্রের সব পর্যায়ে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
‘জুলাই-আগস্ট-২৪-এর বিপ্লবের আকাক্সক্ষা এবং আমাদের সাংস্কৃতিক ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, সাংস্কৃতিক চিন্তা-চেতনায় আমরা অগ্রসর না হতে পারলে এই বিজয় হারিয়ে যেতে পারে। এ দেশের সংস্কৃতি ৯১ শতাংশ মানুষকে ঘিরে হতে হবে। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এবং ধর্মীয় রীতিনীতিকে তুলে ধরতে হবে; অর্থাৎ রাষ্ট্রের সব পর্যায়ে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে। ফোরামের আমির মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মো: নাজমুল হকের সঞ্চালনায় সেমিনারে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ। আলোচনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর আসিফ মাহতাব, লেখক ও সংগঠক মাওলানা রুহুল আমীন সাদী, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক ড. এ কে এম মুহিব্বুল্লাহ, আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান মাওলানা হামজা শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, মুফতি আবু মুহাম্মাদ রাহমানী, মুফতি মাসুম আহমাদ, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা মোতাহার উদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা