রাঙ্গামাটিতে মোনঘরের সুবর্ণ জয়ন্তী উৎসব
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
৫০ বছরে পা দিয়েছে পাহাড়ে ১৩টি ক্ষুদ্র পাহাড়ি জাতিসত্তার শিক্ষা প্রসারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোনঘর আবাসিক মাধ্যমিক বিদ্যালয়। গতকাল শুক্রবার সকালে এ বিষয়ে এক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
৫০ বছর উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায়, শিক্ষক, পড়ুয়া ও শিক্ষাকর্মীসহ এলাকার বহু মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি এলাকা পরিক্রমা শেষ করে স্কুল প্রাঙ্গণে ফিরে কেক কাটার পর সুবর্ণ জয়ন্তী উৎসবটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে চাকমা রাজা দেবাশীষ রায়, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, নাট্যকার মামুনুর রশীদ, শিক্ষাবিদ শামসুদ্দীন শিশিরসহ পাহাড়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় চার একর জমিতে বৌদ্ধ সন্ন্যাসী জ্ঞানশ্রী মহাস্থবিরের কয়েকজন শিষ্য বিমল তিয্যে ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু ও শ্রদ্ধালংকার ভিক্ষুর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তোলা হয় মোনঘর শিশু সদন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা