২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়ায় কৃতি প্রবাসী অ্যাওয়ার্ড পেলেন শিল্পপতি মিজান

-

‘প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্য হীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া। অনুষ্ঠানে বিজনেস ক্যাটাগড়িতে ‘কৃতি প্রবাসী’ সম্মাননা পেলেন ঠাকুরগাঁও এর প্রবাসী মিজান গ্রান্ড।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন সফল প্রবাসী, তিনটি প্রতিষ্ঠান এবং তিন ক্যাটাগরিতে ৯ জন সেরা রেমিট্যান্স প্রেরণকারীকে হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত মিজান বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার সদর থানার রহিমানপুর ইউপির হরিহরপুর গ্রামের বাসিন্দা মরহুম ইসমাইল হোসেনের সন্তান। ১১ ভাই-বোনের মধ্যে মিজান পঞ্চম। কৃষক পিতার টানাপোড়েনের সংসার থেকে তিনি জীবিকার তাগিদে ১৯৯৬ সালে সাধারণ নির্মাণশ্রমিক হিসেবে মালয়েশিয়ায় পাড়ি দেন। দিনরাত কঠোর পরিশ্রম করার কারণে মালিকের নজরে আসেন মিজান, তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধুমাত্র কঠোর পরিশ্রম করে এখন মালয়েশিয়ায় প্রায় এক ডজনেরও বেশি কোম্পানির মালিক তিনি। রয়েছে ক্ষুদ্র ও ভারী শিল্প প্রতিষ্ঠান, খামার। এসব প্রতিষ্ঠানে কয়েক হাজার বাংলাদেশী কর্মরত আছেন। হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে একজন শ্রমিক থেকে সফল শিল্পপতি হওয়ায় মালয়েশিয়ার রাজা কতৃক ‘দাতো’ উপাধিতে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার অভিবাসনসংক্রান্ত বিভিন্ন দফতরের প্রতিনিধি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার স্থানীয় প্রতিনিধি, ইন্দোনেশিয়া, নেপালসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান । অনুষ্ঠানের মূল আলোচনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই ও এম), মালয়েশিয়ার চিফ অফ মিশন হেবা আব্দেল লতিফ, হাইকমিশনের কাউন্সিলের ( শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, মালয়েশিয়ায় সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ায় কর্মী নিয়োগকারীদের প্রতিনিধি ফু ইয়াং হুই সহ আরো অনেকে।

 

 


আরো সংবাদ



premium cement
ভারতে কারাভোগ শেষে ফিরল ১৫ বাংলাদেশী নারী-শিশু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই

সকল